নাটোরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে প্রাণ গেল ৬ জনের

নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। বুধবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আইড়মারি এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে এখন পর্যন্ত কেবল মাইক্রোবাসচালকের পরিচয় জানা গেছে। তার নাম রুবেল হোসেন (৩২)। বাড়ি মেহেরপুরের গাংনী উপজেলায়।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত ও আহতরা সবাই দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসের যাত্রী ছিলেন।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সকালে মেহেরপুর থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাস বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের আইড়মারি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিমেন্টবোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন।
পরে গুরুতর আহত দুইজনকে উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। অন্য আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী মিজানুর রহমান জানান, মাইক্রোবাসটি অন্য একটি যানবাহনকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। নিহতদের মধ্যে চারজন নারী এবং দুজন পুরুষ বলে জানিয়েছেন তিনি।
ওসি ইসমাইল হোসেন আরও জানান, দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা হলেও এর চালক পালিয়ে গেছেন। নিহতদের পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে।
(ঢাকাটাইমস/২৩ জুলাই/আরজেড)

মন্তব্য করুন