খালেদা জিয়ার গাড়িবহরে হামলা,  সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ জুলাই ২০২৫, ১৪:১৫| আপডেট : ২১ জুলাই ২০২৫, ১৪:৫৪
অ- অ+

রাজধানীর কারওয়ান বাজারে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণকালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় শরীয়তপুরের গোসাইরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন গ্রেপ্তার হয়েছেন।

রবিবার রাতে রাজধানীর পল্লবীর সবুজ বাংলা আবাসিক এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের ওয়ারী বিভাগের সদস্যরা তাকে গ্রেপ্তার করে।

সোমবার সকালে ডিবির ওয়ারী বিভাগের উপ-কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতরাতে পল্লবী এলাকায় অভিযান চালিয়ে গোসাইরহাটের সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান রিপনকে গ্রেপ্তার করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্বাচনী গাড়িবহরে হামলার ঘটনায় তেজগাঁও থানায় দায়ের হওয়া মামলার আসামি তিনি। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানের সময় ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যার অভিযোগে তার বিরুদ্ধে আরও মামলা রয়েছে। তিনি আরও জানান, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত আসামিকে তেজগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

(ঢাকাটাইমস/২১জুলাই/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় শোক প্রকাশ করেছে বিএমএসএফ
বিমান বিধ্বস্ত: নিহত বেড়ে ৩২, আইসিইউতে মারা গেল ৯ বছরের শিশু নাফি
ড. ইউনূসের পাশে বিএনপি-জামায়াতসহ চার দল, ফ্যাসিবাদবিরোধী ঐক্যের ডাক
নিহত শিক্ষক মাহরিন চৌধুরী চিরনিদ্রায় শায়িত, ছিলেন জিয়াউর রহমানের ভাতিজি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা