টেকনাফে বিজিবির হানা: আইস ও পিস্তলসহ যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ জুলাই ২০২৫, ০১:০৪
অ- অ+

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযানে প্রায় ৮১৬ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) এবং একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ঘটনাস্থল থেকে শফিক নামের এক যুবককে আটক করা হয়েছে।

শনিবার (২০ জুলাই) বিকাল সাড়ে তিনটার দিকে বিজিবি-২ ব্যাটালিয়নের সদস্যরা টেকনাফ পৌরসভার উত্তর জালিয়াপাড়ার একটি বাড়িতে অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র উদ্ধার করে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কিছু ব্যক্তি মিয়ানমার থেকে সমুদ্রপথে মাদক ও অস্ত্র এনে জালিয়াপাড়ার একটি বাড়িতে লেনদেনের প্রস্তুতি নিচ্ছে। তথ্য যাচাই শেষে লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমানের নেতৃত্বে অভিযান চালানো হয়।

অভিযানের সময় বাড়ির মালিক করিমসহ আরও কয়েকজন পালিয়ে গেলেও শফিক নামের একজনকে আটক করা সম্ভব হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যমতে, খাটের নিচ থেকে অভিনব কৌশলে লুকিয়ে রাখা আইস ও পিস্তল উদ্ধার করা হয়। আটক শফিক টেকনাফের পুরাতন পল্লানপাড়ার ইউনুসের ছেলে।

অভিযান শেষে আটক ব্যক্তিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানায় বিজিবি।

বিজিবি-২ এর অধিনায়ক আশিকুর রহমান বলেন, 'মাদকের বিরুদ্ধে বিজিবি জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। স্থানীয়দের সহযোগিতা থাকলে এই চক্রকে চিহ্নিত করে আইনের আওতায় আনা সহজ হবে।'

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মাদক ও সন্ত্রাস দমনে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-পাকিস্তান
নওগাঁয় নিজ বাড়ি থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার     
মিরপুরের কসমো স্কুলের আগুন নিয়ন্ত্রণে
সদরপুরে ইজিবাইকের ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা