রাজবাড়ীতে মাদকসহ একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামি ‘গলাকাটা’ হালিম গ্রেপ্তার

রাজবাড়ী সদর এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামি হালিম সরদার ওরফে গলাকাটা হালিমকে (৪০) গ্রেপ্তার করেছে র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা।
সোমবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র্যাব-১০'র সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার তারিকুল ইসলাম।
তিনি জানান, গতকাল সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল রাজবাড়ীর সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে রাজবাড়ী সদর থানায় দায়েরকৃত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ তিনটি মামলার সাজা পরোয়ানাভুক্ত আসামি মো. হালিম সরদার ওরফে গলাকাটা হালিমকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান স্কোয়াড্রন লিডার তারিকুল ইসলাম।
(ঢাকাটাইমস/২২জুলাই/এলএম)

মন্তব্য করুন