১২ দলীয় জোট থেকে জাগপাকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ জুলাই ২০২৫, ১৯:৫২
অ- অ+

জোটের সিদ্ধান্ত ও নীতিমালা পরিপন্থি কার্যকলাপের অভিযৈাগ এননে ১২ দলীয় জোট থেকে জাতীয় গণতান্ত্রিক পার্টিকে (জাগপা) অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার (২১ জুলাই) জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জাগপাকে অব্যাহতির বিষয়ে জোটের শীর্ষ নেতাদের বিবৃতির কথাও উল্লেখ করা হয়। তারা বলেন, আমরা গভীর দুঃখ ও পরিতাপের সঙ্গে লক্ষ করছি যে, দীর্ঘদিন ধরে ১২ দলীয় জোটের কর্মকাণ্ডে অসহযোগিতা করছে। এ ছাড়া দলের গৃহীত সিদ্ধান্ত ও নীতিমালা পরিপন্থি কার্যকলাপ পরিচালনা করছে তারা।

বিবৃতিতে আরও বলা হয়, জোটের শৃঙ্খলা ভঙ্গের দরুন জোটের সিদ্ধান্ত মোতাবেক জাগপাকে জোটের সদস্য হতে অব্যাহতি প্রদান করা হলো। জাগপার ভবিষ্যৎ কর্মকাণ্ডে ১২ জোটের কোনো দায় থাকবে না।

(ঢাকাটাইমস/২১জুলাই/জেবি/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের নতুন সভাপতি প্রত্যুষ, সম্পাদক জসীম উদ্দিন
কুষ্টিয়ায় ১৩১ কোটি ৯৩ লাখ টাকার মাদক, অবৈধ মালামাল জব্দ
কমিউনিটি ব্যাংকের সঙ্গে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টের চুক্তি 
জামালপুরে গাঁজাসহ নারী কারবারি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা