যশোরে পাওনা টাকা চাওয়ায় পিটিয়ে হত্যা

পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে যশোরে আবু বক্কর (৫৩) নামে একজনকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার ফরিদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আবু বক্কর উপজেলার ফরিদপুর গ্রামের মৃত হোসেন কবিরাজের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে নিহত আবু বক্কার মুরগি বিক্রয়ের বাকি টাকা চাইতে যায় একই গ্রামের নির্মল কুমারের বাড়িতে যান। এসময় মুরগি বিক্রয়ের বাকি টাকা চাওয়ায় নির্মল কুমার ও তার স্ত্রী বাঁশের লাঠি দিয়ে আবু বক্করকে পিটিয়ে হত্যা করেন। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে আবু বক্করকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করে মরদেহ মর্গে পাঠায়।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামি আটকে অভিযান চলছে। আইন গত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হবে।(ঢাকা টাইমস/২২জুলাই/এসএ)

মন্তব্য করুন