মাইলস্টোনে বিমান বিধ্বস্ত: হতাহতের পরিবারের পাশে থাকার আহ্বান খালেদা জিয়ার

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২১ জুলাই ২০২৫, ২২:০১| আপডেট : ২১ জুলাই ২০২৫, ২২:১১
অ- অ+

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় শোক জানিয়েছেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। তিনি নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা এবং দলের নেতাকর্মীদের শোকাহত পরিবারের পাশে থাকার আহ্বান জানিয়েছেন।

আজ সোমবার (২১ জুলাই) রাতে গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় এ আহ্বান জানান বিএনপির চেয়ারপারসন।

শোকবার্তায় খালেদা জিয়া বলেন, মহান আল্লাহপাক রাব্বুল আল-আমিন যেন সেই সব শোকার্ত পরিবারগুলোকে সন্তান হারানো কিংবা আহত হওয়ার ঘটনায় ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন

বিমান দুর্ঘটনায় মৃত্যুবরণকারী শিক্ষার্থীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিএনপির চেয়ারপারসন বলেন, আগুনে দগ্ধ শিক্ষার্থী যারা গুরুতর আহত হয়ে হাসপাতালে মুমূর্ষু অবস্থায় চিকিৎসা নিচ্ছে, তাদের আশু-সুস্থতা কামনা করি।

হাসপাতালে চিকিৎসাধীন আহতদের সার্বিক খোঁজ-খবর নেওয়া হচ্ছে বলে শোকবার্তায় জানান খালেদা জিয়া।

সোমবার দুপুর দেড়টার পরপর মাইলস্টোন কলেজের আছড়ে পড়ে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান। সঙ্গে সঙ্গে বিমান ও স্কুল ভবনটিতে আগুন ধরে যায়। যে ভবনে এটি বিধ্বস্ত হয় সেখানে স্কুল পর্যায়ে ক্লাস চলছিল। শিক্ষার্থীদের বেশির ভাগই হতাহত হয়েছে।

আইএসপিআরের সাড়ে সাতটার বিজ্ঞপ্তিতে বলা হয়, তখন পর্যন্ত ২০ জন মারা গেছে। দগ্ধ ১৭১ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

(ঢাকাটাইমস/২১জুলাই/ মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানুষ হব কবে আমরা?
সচিবালয়ের সামনের সড়কে যান চলাচল স্বাভাবিক, নিরাপত্তা জোরদার
শর্ত পূরণ না করলে ১৫ দিন পর নতুন দলের আবেদন বাতিল: ইসি
সেনাবাহিনীর ১৪ জন হাসপাতালে: উত্তরায় অনভিপ্রেত পরিস্থিতি নিয়ে তদন্ত চলছে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা