মাইলস্টোন ট্র্যাজেডি: বিএনপির দোয়া মাহফিল মঙ্গলবার

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীদের হতাহতের ঘটনায় মঙ্গলবার (২২ জুলাই) রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত এবং আহতদের আশু সুস্থতা কামনায় ঢাকাসহ দেশব্যাপী মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বিএনপি।
সোমবার রাতে ঢাকা টাইমসকে এ তথ্য জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রুহুল কবির রিজভী জানান, রাষ্ট্রীয় শোক দিবস উপলক্ষে বিএনপির উদ্যোগে মঙ্গলবার নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হবে। এ ছাড়া দলের উদ্যোগে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত এবং আহতদের আশু সুস্থতা কামনায় ঢাকাসহ দেশব্যাপী মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
ঢাকায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে বিএনপি মহাসচিবসহ সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন।
মাইলস্টোনে হতাহতের ঘটনায় ইতিমধ্যে শোক জানিয়েছেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা এবং দলের নেতাকর্মীদের শোকাহত পরিবারের পাশে থাকার আহ্বান জানিয়েছেন তারা।
সোমবার দুপুর দেড়টার পরপর মাইলস্টোন কলেজের আছড়ে পড়ে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান। সঙ্গে সঙ্গে বিমান ও স্কুল ভবনটিতে আগুন ধরে যায়। যে ভবনে এটি বিধ্বস্ত হয় সেখানে স্কুল পর্যায়ে ক্লাস চলছিল। শিক্ষার্থীদের বেশির ভাগই হতাহত হয়েছে।
আইএসপিআরের সাড়ে সাতটার বিজ্ঞপ্তিতে বলা হয়, তখন পর্যন্ত ২০ জন মারা গেছে। দগ্ধ ১৭১ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
(ঢাকাটাইমস/২১জুলাই/জেবি/মোআ)

মন্তব্য করুন