মাইলস্টোনে বিমান দুর্ঘটনা: আহতদের বহনে মেট্রোরেলে বিশেষ বগি রিজার্ভ

উত্তরার মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহতদের দ্রুত চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে মেট্রোরেল কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থা নিয়েছে।
জরুরি পরিস্থিতি বিবেচনায় মেট্রোরেলের একটি বগি সম্পূর্ণভাবে রিজার্ভ রাখা হয় আহতদের বহনের জন্য। এদিন বিকাল ৪টার দিকে পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক খুদেবার্তা এ তথ্য জানানো হয়।
খুদেবার্তায় বলা হয়, মাইলস্টোন কলেজে দুর্ঘটনায় আহতদের মেট্রোরেলে বহনের জন্য নারী বগির পাশের বগি রিজার্ভ রাখা হয়েছে।
মেট্রোরেলের এক কর্মকর্তা বলেন, “আহতদের দ্রুত সেবা নিশ্চিত করতেই আমরা নারী বগির পাশের একটি বগি ফাঁকা রেখেছি।
(ঢাকাটাইমস/২১জুলাই/এলএম)

মন্তব্য করুন