বিমান বিধ্বস্তে দগ্ধদের দেখতে বার্ন ইনস্টিটিউটে জামায়াতের আমির-সেক্রেটারি

উত্তরায় বিমান বিধ্বস্তের ভয়াবহ ঘটনায় দগ্ধদের দেখতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
সোমবার বিকাল ৫টার দিকে তারা জাতীয় বার্ন ও অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট প্রবেশ করেন।
এ সময় তাদের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডা. শফিকুল ইসলাম মাসুদ, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মো. দেলাওয়ার হোসেনসহ কেন্দ্রীয় ও মহানগরীর অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় জামায়াত আমীরসহ নেতৃবৃন্দ দগ্ধ চিকিৎসাধীনদের খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে তাদের সুচিকিৎসা নিশ্চিতে পরামর্শ করেন।
এদিন প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। নিহতদের মধ্যে বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামও রয়েছেন।
(ঢাকাটাইমস/২১জুলাই/এলএম)

মন্তব্য করুন