উত্তরায় বিমান বিধ্বস্তে মোদীর শোক, ভারতের সহায়তা প্রস্তাব

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ২০ জন। এই মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সোমবার (২১ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় মোদী বলেন, 'ঢাকায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় বহু তরুণ শিক্ষার্থীর মৃত্যুতে গভীরভাবে মর্মাহত ও দুঃখিত। নিহতদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। ভারত বাংলাদেশের পাশে রয়েছে। প্রয়োজনে আমরা সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত।'
সোমবার দুপুর ১টা ৬ মিনিটে বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজিআই মডেলের একটি প্রশিক্ষণ বিমান উড্ডয়ন করে। এর কিছুক্ষণের মধ্যেই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার হল ভবনের ক্যানটিনের ছাদে সজোরে আছড়ে পড়ে। মুহূর্তেই বিস্ফোরণ ঘটে এবং আগুন ছড়িয়ে পড়ে পুরো ভবনে।
দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, পুলিশ ও সেনাবাহিনী, বিজিবির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। প্রাথমিকভাবে ঘটনাস্থলেই একজনের মৃত্যুর খবর নিশ্চিত করে ফায়ার সার্ভিস।
সর্বশেষ তথ্য অনুযায়ী, নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে, যাদের মধ্যে অধিকাংশই স্কুলের শিক্ষার্থী বলে জানা গেছে। আহত অবস্থায় অন্তত ১৭১ জন রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। বার্ন ইনস্টিটিউটে ভর্তি বেশ কয়েকজন শিক্ষার্থীর শরীর ৫০ শতাংশের বেশি দগ্ধ হয়েছে।

মন্তব্য করুন