সীতাকুণ্ডে তৈরি হচ্ছিল ‘মেইড ইন জাপান’ লেখা বৈদ্যুতিক তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ জুলাই ২০২৫, ২২:২৬| আপডেট : ২১ জুলাই ২০২৫, ২২:৪০
অ- অ+

চট্টগ্রামের সীতাকুণ্ডে অনুমোদনহীন তিনটি বৈদ্যুতিক ক্যাবল কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল তার জব্দ করেছে র‍্যাব-৭। সোমবার (২১ জুলাই) সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। নেতৃত্ব দেন র‍্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান। অভিযানে বিএসটিআই প্রতিনিধি দলও অংশ নেয়।

র‍্যাব জানায়, উপজেলার উত্তর সলিমপুরের আব্দুল্লাঘাট এলাকায় দীর্ঘদিন ধরে 'খান জাহান আলী ক্যাবলস', 'নোয়াখালী ক্যাবলস'সহ আরও একটি গোপন কারখানায় অনুমোদন ছাড়া বৈদ্যুতিক তার তৈরি হচ্ছিল। এসব তারে জাল ‘মেইড ইন জাপান’ সিল ব্যবহার করে বাজারজাত করা হচ্ছিল। প্রতিষ্ঠানগুলোর কারও বিএসটিআই অনুমোদন বা বৈধ কাগজপত্র ছিল না।

অভিযানে জাল সিলযুক্ত বিপুল পরিমাণ নকল তার জব্দ করা হয় এবং তিন প্রতিষ্ঠানকে মোট ৮ লাখ টাকা জরিমানা করা হয়।

র‍্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, 'কারখানাগুলোতে কোনো বৈধ অনুমোদন ছাড়াই নকল বৈদ্যুতিক তার তৈরি করা হচ্ছিল। এসব তার মানহীন ও অগ্নিকাণ্ডের ঝুঁকিপূর্ণ। আমরা এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়েছি এবং ভবিষ্যতেও এ ধরনের অপরাধ প্রতিরোধে র‍্যাবের অভিযান চলবে।'

র‍্যাব সূত্র জানায়, ভোক্তাদের নিরাপত্তার স্বার্থে বাজারে নিম্নমানের ও জাল পণ্যের উৎপাদন বন্ধে এমন অভিযান আরও জোরদার করা হবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সচিবালয়ের ঢুকে গাড়ি ভাঙচুর ও হত্যাচেষ্টা, ১২০০ জনের বিরুদ্ধে মামলা
সাঁথিয়া পৌরসভার সাবেক মেয়র মাহবুবুল আলম বাচ্চু গ্রেপ্তার
টেকনাফে সরকারি ২ লাখ চারাগাছ কেটে ফেলার অভিযোগ
ইছামতী নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার ‎
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা