বিমান দুর্ঘটনা রোধে কর্তৃপক্ষের দায়িত্বশীল হওয়ার তাগিদ মির্জা ফখরুলের, বার্ন ইউনিট পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ জুলাই ২০২৫, ২০:১৪| আপডেট : ২১ জুলাই ২০২৫, ২০:৩৬
অ- অ+

বিমান দুর্ঘটনার মতো মর্মান্তিক ঘটনা ভবিষ্যতে যেন আর না ঘটে, সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরো সতর্ক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের দেখতে সোমবার (২১ জুলাই) সন্ধ্যায় বার্ন ইউনিটে গিয়েছিলেন বিএনপির মহাসচিব। সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি ওই মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, এখানে ৫২ জন ভর্তি হয়েছে। এদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। অনেকের শ্বাসনালী পুড়ে গেছে। এটি অত্যন্ত দুঃখজনক ও হৃদয়বিদারক ঘটনা। আমরা নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।

এদিকে মাইলস্টোন ক্যাম্পাসে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসজিব রুহুল কবির রিজভী। তিনি ঘনবসতি এলাকায় প্রশিক্ষণ বিমান চালনা নিয়ে প্রশ্ন তোলেন। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সঠিক পরকিল্পনা নেওয়ার আহ্বান জানান।

আজ দুপুরে উত্তরায় মাইলস্টোন কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শেষ খবর পাওয়া পর্যন্ত (সন্ধা সাড়ে সাতটা) ২০ জন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত ১৭১ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। গুরুতর আহত অর্ধশতাধিক শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

(ঢাকাটাইমস/২১জুলাই/জেবি/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের নতুন সভাপতি প্রত্যুষ, সম্পাদক জসীম উদ্দিন
কুষ্টিয়ায় ১৩১ কোটি ৯৩ লাখ টাকার মাদক, অবৈধ মালামাল জব্দ
কমিউনিটি ব্যাংকের সঙ্গে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টের চুক্তি 
জামালপুরে গাঁজাসহ নারী কারবারি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা