র্যাব সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে ‘মাদক ও মানি লন্ডারিং’ বিষয়ক আলোচনা

র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন—র্যাবে 'মাদকদ্রব্য সহ সংঘবদ্ধ অপরাধ নিয়ন্ত্রণ এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২' বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। র্যাব সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, আধুনিক আইন সম্পর্কে জ্ঞান ও মানবাধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত আইজিপি (অব.) মো. শাহ আলম।
তিনি বলেন, 'মাদক একটি সংঘবদ্ধ অপরাধ, যা নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা জরুরি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর যথাযথ প্রয়োগের মাধ্যমে এই অপরাধ কার্যকরভাবে দমন সম্ভব।'
তিনি আরও বলেন, 'মানি লন্ডারিং প্রতিরোধে জনসচেতনতা ও কঠোর আইন প্রয়োগের বিকল্প নেই। শক্তিশালী শাস্তির বিধান এবং সঠিক তদন্ত পদ্ধতির মাধ্যমে এই অপরাধ প্রতিরোধ করা সম্ভব।'
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন র্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি (গ্রেড-১) একেএম শহিদুর রহমান। এতে উপস্থিত ছিলেন র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি, অপারেশনস) কর্নেল ইফতেখার আহমেদ, অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) মো. জিল্লুর রহমানসহ বাহিনী বিভিন্ন উইংয়ের পরিচালক, ঢাকাস্থ ব্যাটালিয়নগুলোর অধিনায়ক ও কর্মকর্তারা। ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের বিভিন্ন ব্যাটালিয়নের কর্মকর্তারাও সেমিনারে অংশ নেন।
সেমিনারে উভয় আইনের কার্যকর প্রয়োগ, অপরাধ দমন কৌশল ও মানবাধিকারের প্রতি সংবেদনশীলতা বিষয়েও বিস্তারিত আলোচনা হয়। র্যাবের কর্মকর্তারা জানান, এ ধরনের প্রশিক্ষণ ও আলোচনা ভবিষ্যতে তাদের দায়িত্ব পালনে সহায়ক হবে এবং দেশের মানুষের আস্থা অর্জনে ভূমিকা রাখবে।

মন্তব্য করুন