উত্তরায় উদ্ধার অভিযানে অংশ নেওয়া দুই ফায়ারফাইটার আহত, শঙ্কামুক্ত

রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তস্থলে অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজে অংশগ্রহণকালে ফায়ার সার্ভিসের দুইজন কর্মী আহত হয়েছেন। তারা বর্তমানে রাজধানীর পৃথক দুটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে ফায়ার সার্ভিস জানিয়েছে, দুজনই বর্তমানে আশঙ্কামুক্ত।
আহতরা হলেন— উত্তরা ফায়ার স্টেশনের ফায়ারফাইটার মো. সোহাগ মিয়া এবং আসিফ আহম্মেদ নবীন। এরমধ্যে সোহাগকে সম্মিলিত সামরিক হাসপাতালে এবং আসিফকে উত্তরার বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনার সময় তারা দুজনই উদ্ধার কাজে অংশ নিয়ে ধোঁয়া ও তাপের প্রভাবে অসুস্থ হয়ে পড়েন বলে প্রাথমিকভাবে জানা গেছে। দ্রুততম সময়ে তাদের হাসপাতালে নেওয়া হয় এবং চিকিৎসা শুরু হয়।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, আহতদের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল এবং তারা দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে।

মন্তব্য করুন