মাইলস্টোন ট্র্যাজেডি: আহতদের বিনামূল্যে চিকিৎসার নির্দেশ

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা দেবে সরকার। সরকারি-বেসরকারি সব হাসপাতালকে এই নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
সোমবার (২২ জুলাই) রাতে এ বিষয়ে একটি নির্দেশনা জারি করে মন্ত্রণালয়।
এতে বলা হয়, বেসরকারি হাসপাতালে ভর্তি আহতদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা দেয়ার নির্দেশনা দেয়া হচ্ছে। পাশাপাশি যেকোনো ধরনের অপারগতায় রোগীকে জাতীয় বার্ন ইনস্টিটিউট অথবা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেয়া হয়।
এদিকে রাত ১০টার পরও জাতীয় বার্ন ইনস্টিটিউটে একটু পর পর অ্যাম্বুলেন্সে করে পোড়া রোগী নিয়ে আসতে দেখা গেছে। এদের অনেককে অন্য হাসপাতাল থেকে এখানে স্থানান্তর করা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
এদিন সন্ধ্যা সাড়ে সাতটায় আইএসপিআরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০। হাসপাতালে চিকিৎসাধীন দুগ্ধ ১৭১ জন। তাদের বেশির ভাগ শিক্ষার্থী। অনেকের অবস্থা আশঙ্কাজনক।
সোমবার দুপুর দেড়টার দিকে বিমানবাহিনীর এফ-সেভেন বিজেআই মডেলের প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয় এই স্কুলে। সঙ্গে সঙ্গেই বিমানটিতে ও স্কুল ভবনে আগুন ধরে যায়। যে ভবনে এটি বিধ্বস্ত হয় সেখানে স্কুল পর্যায়ে ক্লাস চলছিল। শিক্ষার্থীদের বেশির ভাগই হতাহত হয়েছে।
ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট, সেনাবাহিনী, বিমানবাহিনীর সদস্যরা উদ্ধার কাজ করেন। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।
(ঢাকাটাইমস/২২জুলাই/মোআ)

মন্তব্য করুন