ইস্টার্ন ইউনিভার্সিটিতে ‘জুলাই স্মরণে’ আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২১ জুলাই ২০২৫, ২১:৪৪
অ- অ+

‘জুলাই স্মরণে’ ইস্টার্ন ইউনিভার্সিটিতে শ্রদ্ধা ও গুরুত্বের সঙ্গে জুলাই বিপ্লবের উপর আলোচনা সভা এবং প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।

সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবুল কাশেম হায়দার।

এছাড়াও বক্তব্য দিয়েছেন ইস্টার্ন ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর মো. সামসুল হুদা, রেজিস্ট্রার ড. আবুল বাশার খান প্রমুখ।

বক্তাগণ জুলাই বিপ্লবের লক্ষ্যকে কাজে লাগিয়ে একটি বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ার উপর গুরুত্বরোপ করেন।

অনুষ্ঠানে বক্তারা শহীদ আবু সাঈদ, শহীদ মুগ্ধসহ অন্যান্য শহীদদের আত্মত্যাগ, পঙ্গুত্ব বরন করা সংগ্রামীদের সাহসিকতা, এবং এ আন্দোলনে ইস্টার্ন ইউনিভার্সিটিসহ সকল শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। এতে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। আলোচনায় উঠে আসে আন্দোলনের প্রেক্ষাপট, তাৎপর্য এবং এর অনন্য শিক্ষা।

অনুষ্ঠানের সঞ্চালনা করেছেন অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারপারসন এসোসিয়েট প্রফেসর সৈয়দ হাবিব আনোয়ার পাশা। স্মৃতিচারন করেন সে সময়কার আন্দোলনে জড়িত ইস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষক ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীগণ। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ক্যারিয়ার সার্ভিসেস এবং স্টুডেন্ট এফেয়ার্স এর ডেপুটি ডিরেক্টর কে এম মনিরুল ইসলাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, চেয়ারপারসন, শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন অনুষদের শিক্ষার্থীবৃন্দ।

(ঢাকা টাইমস/২১জুলাই/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের নতুন সভাপতি প্রত্যুষ, সম্পাদক জসীম উদ্দিন
কুষ্টিয়ায় ১৩১ কোটি ৯৩ লাখ টাকার মাদক, অবৈধ মালামাল জব্দ
কমিউনিটি ব্যাংকের সঙ্গে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টের চুক্তি 
জামালপুরে গাঁজাসহ নারী কারবারি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা