শ্বেতপত্রের শিক্ষাবিষয়ক প্রস্তাবগুলো এগিয়ে নেওয়া হবে: শিক্ষা উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ জুলাই ২০২৫, ২০:৩৮| আপডেট : ২০ জুলাই ২০২৫, ২০:৪১
অ- অ+

শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সি আর আবরার বলেছেন, শ্বেতপত্রে প্রস্তাবিত শিক্ষা বিষয়ক প্রস্তাবনাগুলো যথাসম্ভব এগিয়ে নেওয়া হবে। শ্বেতপত্র থেকে প্রাপ্ত প্রস্তাবগুলো থেকে আলোচনার মাধ্যমে অনেকগুলি বিষয় চিহ্নিত করা হয়েছে। সেগুলো আমাদের এ অল্প সময়ের মধ্যে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আমরা কাজ শুরু করেছি।

রবিবার মন্ত্রণালয়ের সভাকক্ষে শ্বেতপত্র প্রণয়ন কমিটি ও শিক্ষা মন্ত্রণালয়ে কর্মকর্তা ও এর আওতাধীন বিভিন্ন দপ্তরের প্রধানদের সাথে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন ।

শিক্ষা উপদেষ্টা বলেন, শ্বেতপত্র প্রণয়ন কমিটি যে সমস্যাগুলি চিহ্নিত করেছে তা তারা অনেক অংশীজনের সাথে আলোচনাক্রমে সমস্যা গুলি করেছেন তাই এগুলি অবশ্যই গ্রহণযোগ্য । শ্বেতপত্র প্রণয়ন কমিটির এ সকল স্থাপিত বিষয় ছাড়াও প্রতিনিয়ত নানামুখী চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে। প্রায়ই কোন না কোন ইস্যু তৈরি হচ্ছে, ইসুগুলি উপদেষ্ট এবং সচিবগণের সমাধান করতে হবে এই ধরনের সমস্যা মোকাবেলা করতে হচ্ছে।

ড. আবরার বলেন, ইতিমধ্যে আমরা ইন্ডাস্ট্রির মালিকদের সাথে মতবিনিময় করেছি। তাদের মতামতগুলো আমরা বাস্তবায়নের চেষ্টা করে যাচ্ছি। ইন্ডাস্ট্রিগুলো আমাদের কোর্সগুলি তাদের জন্য উপযোগী করে গড়ে তোলার প্রস্তাব দিয়েছে, তাতে তাদের প্রশিক্ষণের সময় বেঁচে যাবে বলে মতামত ব্যক্ত করেছে। আমরা এগুলো বাস্তবায়নের চেষ্টা করে যাচ্ছি।

তিনি বলেন, আমাদের সময় এসেছে, দেশের সীমিত সম্পদের যথাযথ ব্যবহারের মাধ্যমে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান গুলো থেকে আধুনিক বিজ্ঞান ভিত্তিক কারিগরি দক্ষতা সম্পন্ন দক্ষ মানুষ সম্পদ গড়ে তোলা। আজকের এ সভায় আলোচনার মাধ্যমে আপনাদের কাছ থেকে অনেকগুলি গুরুত্বপূর্ণ বিষয় আমরা পেলাম, ভবিষ্যৎ শিক্ষা ব্যবস্থা তুলতে আপনাদের প্রস্তাবনাগুলো আমাদের সহায়ক হবে। আমরা মাঠ পর্যায়ে এ সকল বিষয় নিয়ে আলোচনা শুরু করেছি। আমাদের সচিবগণ এ বিষয়ে যথেষ্ট সচেতনতার সাথে কাজ করে যাচ্ছে।

উল্লেখ্য যে, শ্বেতপত্র প্রণয়ন কমিটি মান সম্মত শিক্ষা, শ্রমবাজারের সাথে দক্ষ শ্রমিক তৈরি, সরকারি ও বেসরকারি দুই খাতেই বিনিয়োগ বাড়ানো, কারিগরি শিক্ষা মাদ্রাসা শিক্ষা ও প্রবাসীদের জন্য কর্মসংস্থান মূলক শিক্ষায় মনোযোগ বাড়ানো এসব বিষয়ের উপর প্রস্তাবনা পেশ করেন ।

অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সিদ্দিক জোবায়ের, কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব, ড. খ ম কবিরুল ইসলাম, শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্যসহ সদস্যবৃন্দ, শিক্ষা মন্ত্রণালয়ে কর্মকর্তা ও এর আওতাধীন বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২০জুলাই/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় আজ মঙ্গলবারের জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা স্থগিত
১৯৬৬ সালের ভাঙারি প্লেন দিয়ে আর কতজন মরলে এ রাষ্ট্র জাগবে?
অগ্নিদগ্ধ শিশুর আর্তনাদে বিবেকহীন জাতির নগ্ন প্রতিচ্ছবি
উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় আজ রাষ্ট্রীয় শোক, সারাদেশে বিশেষ প্রার্থনা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা