আইইউবিএটিতে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আলোচনা ও স্মরণসভা 

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২০ জুলাই ২০২৫, ১৩:৪৪
অ- অ+

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহত সংগ্রামীদের স্মরণে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)-তে এক বিশেষ স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ জুলাই) দুপুর ১২টা ৪০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব।

অনুষ্ঠানে বক্তব্য দেন কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নার্গিস এবং রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মমতাজুর রহমান।

স্মরণসভায় জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পক্ষ থেকে স্মৃতিচারণমূলক বক্তব্য প্রদান করেন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক ওমর ফারুক; আইইউবিএটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক জুননুরাইন ইসলাম সোহান; সদস্য সচিব মো. আকামিন; বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ইসরাত জাহান নিহা; সিনিয়র যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল নোমান; এন এইচ আশিক; আশিকুজ্জামান শিকদার; তানভীর আহমেদ অনিক (যুগ্ম আহ্বায়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আইইউবিএটি); দিপীত দাস এবং মুনতাসির আল মাহমুদ।

তারা ঐতিহাসিক এই গণঅভ্যুত্থানের তাৎপর্য, সংগ্রামীদের আত্মত্যাগ এবং স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে এ আন্দোলনের অবদান নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক অনন্য মাইলফলক, যা ভবিষ্যৎ প্রজন্মকে গণতান্ত্রিক মূল্যবোধ ও অধিকার রক্ষার জন্য উদ্বুদ্ধ করবে।

অনুষ্ঠানে আইইউবিএটির শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন এবং শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

(ঢাকা টাইমস/২০জুলাই/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মাদক ও সন্ত্রাস দমনে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-পাকিস্তান
নওগাঁয় নিজ বাড়ি থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার     
মিরপুরের কসমো স্কুলের আগুন নিয়ন্ত্রণে
সদরপুরে ইজিবাইকের ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা