ডিএমডি ইকবাল হোসেনের সোনালী ব্যাংকে যোগদান

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২১ জুলাই ২০২৫, ২০:৩৪
অ- অ+

সোনালী ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) হিসেবে যোগদান করেছেন খান ইকবাল হোসেন। সোনালী ব্যাংকে যোগদানের আগে তিনি বাংলাদেশ কৃষি ব্যাংক ও রূপালী ব্যাংক পিএলসিতে ডিএমডি হিসেবে দায়িত্ব পালন করেন।

১৪ জুলাই আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে কৃষি ব্যাংক হতে সোনালী ব্যাংকে পদায়ন করা হয়। তিনি ১৫ জুলাই সোনালী ব্যাংকে যোগদান করেন।

খান ইকবাল হোসেন ১৯৯৮ সালে রূপালী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ ২৭ বছরের কর্মজীবনে তিনি বিভিন্ন শাখায়, কর্পোরেট ব্যাংকিং, সাধারণ ব্যাংকিং ছাড়াও রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে ক্রেডিট, অপারেশন, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট ও রিকভারি বিভাগের প্রধান হিসেবে অত্যন্ত দক্ষতা ও সাফল্যের সাথে দায়িত্ব পালন করেন। ব্যাংকের ক্ষুদ্র ও মাঝারি ঋণ খাতে নেতৃত্ব, উদ্ভাবনী পরিকল্পনা ও সমন্বয়ে তিনি দক্ষতার স্বাক্ষর রাখেন।

খান ইকবাল হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্র বিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি দি ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশ হতে ডিএআইবিবি ডিগ্রি লাভ করেন। তিনি দেশ-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালায় অংশ নেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার্ড গ্রাজুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের জীবন সদস্য।

(ঢাকা টাইমস/২১জুলাই/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের নতুন সভাপতি প্রত্যুষ, সম্পাদক জসীম উদ্দিন
কুষ্টিয়ায় ১৩১ কোটি ৯৩ লাখ টাকার মাদক, অবৈধ মালামাল জব্দ
কমিউনিটি ব্যাংকের সঙ্গে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টের চুক্তি 
জামালপুরে গাঁজাসহ নারী কারবারি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা