বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলট তৌকিরের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ জুলাই ২০২৫, ১৭:৫০
অ- অ+

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। নিহতদের মধ্যে বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামও রয়েছেন।

সোমবার বিকাল ৫টা ৪২ মিনিটে আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর থেকে পাঠানো এক বার্তায় তৌকির ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

এদিন দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়নের পরপরই বিমান বাহিনীর ‘এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়। এতে ১৯ জন নিহত হওয়ার পাশাপাশি আহত ও দগ্ধ হয়েছে অর্ধশতাধিক শিক্ষার্থী। দগ্ধদের মধ্যে উত্তরা আধুনিক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১২০ জন। তাদের অধিকাংশেরই শরীরের ৬০-৭০ শতাংশ অংশ পুড়ে গেছে। সোমবার তথ্য জানিয়েছেন উত্তরা আধুনিক হাসপাতালের সহকারী পরিচালক চিকিৎসক আকাশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দ হয়ে বিমানটিতে আগুন ধরে যায়। সময় আশপাশে হতাহত অনেকের দেহ ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা গেছে।

(ঢাকাটাইমস/২১জুলাই/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাভারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বামী-স্ত্রী দগ্ধ
টাইব্রেকারে স্পেনকে হারিয়ে আবারও  ইউরোপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড
উত্তরায় যুদ্ধবিমান বিধ্বস্ত: ৯ সদস্যের তদন্ত কমিশন গঠন করল সরকার
মাধবদী পৌরসভার মেয়র মানিক গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা