ফেনীতে বহুতল ভবন থেকে পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

ফেনীর এসএসকে রোডে নির্মাণাধীন একটি ১০ তলা ভবনের ছাদ থেকে পড়ে হান্নান হোসেন (২২) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার এসএসকে সড়কে নির্মাণাধীন ভবনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত হান্নান হোসেন নোয়াখালীর চর জব্বর উপজেলার উত্তর সুবর্ণচর গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম বেলাল হোসেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনের ছাদে কাজ করার সময় ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান হান্নান। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
(ঢাকা টাইমস/২১জুলাই/এসএ)

মন্তব্য করুন