জুলাই যোদ্ধাদের জন্য সরকারি চাকরিতে কোটা থাকছে না: মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা

জুলাই গণঅভ্যুত্থানে হতাহতদের পরিবারের সদস্য ও আহতদের জন্য সরকারি চাকরিতে কোনো কোটা থাকবে না বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম। সোমবার (২১ জুলাই) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
উপদেষ্টা ফারুক-ই-আজম বলেন, ‘আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের পুনর্বাসনের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসব কর্মসূচির মধ্যে সরকারি চাকরিতে কোটা বা ফ্ল্যাট দেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত নয়।’
তিনি আরও বলেন, ‘পুনর্বাসন নানাভাবে হতে পারে। তাদের প্রশিক্ষণ দিয়ে, যোগ্যতা অনুযায়ী কাজের ব্যবস্থা করে কিংবা আত্মকর্মসংস্থানের জন্য হাঁস-মুরগি বা পশুপালনের সুযোগ সৃষ্টি করে সহায়তা করা হবে। সরকারের পক্ষ থেকে তাদের জীবিকা নির্বাহে সর্বাত্মক সহযোগিতা করা হবে।’
এ সময় এক সাংবাদিক জানতে চান, জুলাই যোদ্ধাদের সরকারি অনুদানের পরিমাণ মুক্তিযোদ্ধাদের সমান করে তাদের মুক্তিযোদ্ধার মর্যাদায় উন্নীত করা হবে কি না। জবাবে উপদেষ্টা বলেন, ‘মুক্তিযোদ্ধাদের প্রসঙ্গ এখানে না আসাই উচিত। তারা মহান এবং তাদের অবদান অনস্বীকার্য। এই দুয়ের মধ্যে তুলনা করা ঠিক নয়।’
উল্লেখ্য, সম্প্রতি জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী এবং তাদের পরিবারকে সরকারিভাবে স্বীকৃতি দিয়ে পুনর্বাসনের উদ্যোগ নেওয়ার ঘোষণা দেয় সরকার। তবে সরকারি চাকরিতে কোটা না থাকলেও বিকল্প সহায়তার মাধ্যমে তাদের পাশে থাকার কথা জানিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
(ঢাকাটাইমস/২১ জুলাই/আরজেড)

মন্তব্য করুন