গোপালগঞ্জে ৩ জনের লাশ ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন

গোপালগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ জুলাই ২০২৫, ১৬:৫৫
অ- অ+

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে হামলা-সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে নিহত তিন জনের লাশ ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলা হয়েছে।

সোমবার (২১ জুলাই) দুপুর ১টার দিকে গোপালগঞ্জ শহরের পৌর কবরস্থান থেকে ইমন তালুকদার ও রমজান কাজী এবং টুঙ্গিপাড়ার কবরস্থান থেকে সোহেল রানা মোল্লার লাশ তোলা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট রন্টি পোদ্দার, নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল মুন্সি ও সদর থানার ওসি দীন মো. সাজেদুর রহমানসহ পুলিশ সদস্য ও নিহতদের স্বজনরা।

লাশ তোলার পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের ব্যবস্থা করা হবে। এরপর আজই পুনরায় লাশ দাফন করা হবে। এই পদক্ষেপ নিহতদের মৃত্যুর কারণ সম্পর্কে আরও বিস্তারিত তথ্য উদঘাটনে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।

এর আগে গোপালগঞ্জে গুলিবিদ্ধ হয়ে নিহতের ঘটনায় হওয়া মামলার বাদীরা আদালতে মরদেহ উত্তোলনের আবেদন করে। সোমবার (২১ জুলাই) বেলা ১০টার দিকে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে রমজান কাজী, ইমন তালুকদার ও সোহেল রানার মরদেহ উত্তোলন করে সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্তের নির্দেশ দেন আদালত।

উল্লেখ্য, (১৬ জুলাই) বুধবারের সংঘর্ষে নিহত চারজনের লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফন ও সৎকার করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাতে ঢাকায় মারা যান রমজান মুন্সি। পরদিন ঢাকা মেডিকেল কলেজ মর্গে তার মরদেহের ময়নাতদন্ত হয়।

(ঢাকা টাইমস/২১জুলাই/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিমানের ব্ল্যাক বক্স সম্পর্কে যেসব তথ্য জানলে অবাক হবেন
বিমান ভাসছে না, নিচে পড়ছে: পাইলট তৌকিরের শেষ বার্তা
নিহতের পরিবারকে ৫ কোটি টাকা দেওয়ার নির্দেশ: মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় হাইকোর্টের রুল
উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় শোক প্রকাশ করেছে বিএমএসএফ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা