উত্তরায় বিমান দুর্ঘটনায় এনসিপির মেডিকেল টিম মোতায়েন

রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে বহু হতাহতের ঘটনায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছে। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম জরুরি বিবৃতিতে জানান, তিনি এনসিপির জাতীয় যুবশক্তি ও ডক্টর্স উইংকে অবিলম্বে উদ্ধার ও চিকিৎসা সহায়তা কার্যক্রমে অংশ নিতে নির্দেশ দিয়েছেন।
নাহিদ ইসলাম বলেন, “এই মর্মান্তিক ঘটনায় আমাদের সকল ইউনিটকে সক্রিয় হতে বলা হয়েছে। উদ্ধারকাজে সহায়তা, আহতদের চিকিৎসা নিশ্চিতকরণ এবং সংশ্লিষ্ট বাহিনীর সঙ্গে সমন্বয় করে মাঠে কাজ করতে হবে।”
এনসিপি’র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও মিডিয়া সেলের সদস্য খান মুহাম্মদ মুরসালীন জানান, ইতোমধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে এনসিপি’র হেলথ উইংয়ের মেডিকেল টিম কাজ শুরু করেছে। টিমটির নেতৃত্ব দিচ্ছেন ডা. মো. আব্দুল আহাদ, যিনি জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক এবং হেলথ উইংয়ের প্রধান।
মেডিকেল টিমের সদস্যরা হলেন
ডা. মো. আব্দুল আহাদ – যুগ্ম মুখ্য সমন্বয়ক, হেড অব হেলথ উইং, মোবাইল: 01737142694
ডা. মাহমুদা আলম মিতু – সমন্বয়ক, হেলথ উইং, মোবাইল: +8801715648224
ডা. মো. ইউসুফ জামিল তিহান – সদস্য, হেলথ উইং, মোবাইল: +8801712714168
ডা. মনির হোসেন – সদস্য, হেলথ উইং, মোবাইল: 01770591529
ডা. মারুফুল ইসলাম – সদস্য, হেলথ উইং, মোবাইল: +8801723541767
ডা. সাব্বির আহমেদ – সদস্য, হেলথ উইং, মোবাইল: +8801886585926
(ঢাকাটাইমস/২১জুলাই/এলএম)

মন্তব্য করুন