বিমান বিধ্বস্ত, উত্তরায় বিজিবি মোতায়েন

রাজধানীর উত্তরার একটি স্কুল ভবনের ওপর বিমান বিধ্বস্তের ঘটনায় ঘটনাস্থলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। সোমবার দুপুর ২টার দিকে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে কাজ শুরু করেন।
এর আগে বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়। বিমানটি ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে।
এদিকে বিজিবি জানিয়েছে, ‘উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের পর সেখানে উদ্ধার তৎপরতা ও আইনশৃঙ্খলা রক্ষায় ২ প্লাটুন বিজিবি যোগ দিয়েছে।’
ফায়ার সার্ভিস জানিয়েছে, দুর্ঘটনার পর ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ শুরু করে। এখন আগুন নিয়ন্ত্রণে; তবে দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চলছে।
(ঢাকাটাইমস/২১জুলাই/এসএস)

মন্তব্য করুন