মানিকগঞ্জে ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, গ্রাহকদের মানববন্ধন

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় ‘গ্রামীণ উন্নয়ন মাল্টি-পারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড’ ও ‘গ্রামের আলো’ সংস্থার নামে শত শত গ্রাহকের প্রায় চার কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।
সোমবার (২১ জুলাই) সকালে প্রতিষ্ঠানটির সভাপতি জগদীশ চন্দ্র দাস আদালতে হাজিরা দিতে আসলে মানিকগঞ্জ কোর্ট চত্বরে ভুক্তভোগী গ্রাহকরা মানববন্ধন করেন। মানববন্ধনে প্রায় তিন শতাধিক ক্ষতিগ্রস্ত ব্যক্তি অংশ নেন।
ভুক্তভোগীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে সংস্থাটি স্থানীয়দের কাছ থেকে উচ্চ মুনাফার প্রলোভনে অর্থ সংগ্রহ করে আসছিল। কিন্তু হঠাৎ করেই প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ করে কর্মকর্তারা আত্মগোপনে চলে যান। ফলে ৩০০ থেকে সাড়ে তিনশ গ্রাহকের সঞ্চিত প্রায় চার কোটি টাকা ফেরত পাওয়ার আশা বিলীন হয়ে গেছে।
মানববন্ধনে বক্তারা জানান, সংস্থার সভাপতি জগদীশ চন্দ্র দাস, রুজ্জব আলী, মোহাম্মদ আলী, আলম হোসেনসহ সংশ্লিষ্টদের দ্রুত বিচারের আওতায় এনে টাকা ফেরতের ব্যবস্থা না করলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
মানববন্ধনে ব্যানারে লেখা ছিল, ‘গ্রামের আলো সংস্থার নামে শত শত গ্রাহকের কোটি কোটি টাকা আত্মসাৎ-এর বিরুদ্ধে মানববন্ধন’ — যা সাধারণ মানুষকে প্রতারণার ভয়াবহতা সম্পর্কে সচেতন করে তুলেছে।
ভুক্তভোগীরা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত প্রতারকদের আইনের আওতায় এনে তাদের অর্থ ফেরতের দাবি জানিয়েছেন।
(ঢাকা টাইমস/২১জুলাই/এসএ)

মন্তব্য করুন