বিশিষ্ট রাজনীতিবিদ এহ্সানুল হক সেলিম মারা গেছেন

বর্ষীয়ান রাজনীতিবিদ, মহান মুক্তিযুদ্ধের সংগঠক, ভাষা আন্দোলনের বীর সৈনিক ও বাংলাদেশ জাস্টিস পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা এহ্সানুল হক সেলিম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ঢাকার মোহাম্মদপুর চানমিয়া হাউজিং সোসাইটির নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।
এহ্সানুল হক সেলিম ছাত্রজীবনে কমিউনিস্ট পার্টির কর্মী হিসেবে রাজনীতি শুরু করেন। তিনি ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং পরবর্তীতে আইয়ুব বিরোধী আন্দোলনে জড়িত থাকায় পাকিস্তান সরকারের দমনপীড়নের শিকার হন। ষাটের দশকে তিনি ছিলেন শ্রমিক আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব।
এরশাদবিরোধী আন্দোলন এবং পরবর্তীতে ১/১১-পরবর্তী সময়ে ফেরদৌস আহমেদ কোরেশীর নেতৃত্বাধীন পিডিপি দলের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন।বাংলাদেশ জাস্টিস পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি ব্যারিস্টার সৈয়দ কামরুল ইসলাম মোহাম্মদ সালেহ উদ্দিনের অত্যন্ত ঘনিষ্ঠ সহচর হিসেবে তিনি দীর্ঘদিন দলীয় রাজনীতিতে সক্রিয় ছিলেন। ১৯৮১ সালের ২১ সেপ্টেম্বর ঢাকা জেলা ক্রীড়া সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত বাংলাদেশ জাস্টিস পার্টির ঢাকা মহানগর কনভেনশনে তিনি সভাপতিত্ব করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি দলটির উপদেষ্টা পরিষদের সম্মানিত সভাপতি ছিলেন।
তার মৃত্যুতে বাংলাদেশ জাস্টিস পার্টির সভাপতি ড. সৈয়দ জাভেদ মোহাম্মদ সালেহউদ্দিন, মহাসচিব মানসুর আলম সিকদার, কার্যনির্বাহী সভাপতি শহীদুল ইসলাম হাওলাদার এক শোকবার্তায় বলেন, "বাংলাদেশ জাস্টিস পার্টি আজ তার একজন প্রকৃত অভিভাবককে হারিয়েছে। বিগত ৩১ মে ২০২৫ জাতীয় কাউন্সিল অধিবেশনের সুষ্ঠু সম্পাদনে মরহুমের দিকনির্দেশনা ছিল অত্যন্ত কার্যকর। দলীয় নিবন্ধনের বিষয়েও নির্বাচন কমিশনে তার পরামর্শ ছিল গুরুত্বপূর্ণ।"
দলটির বর্তমান নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
(ঢাকাটাইমস/২৫জুলাই/এলএম)

মন্তব্য করুন