১২৩ বাংলাদেশিকে মালয়েশিয়ার বিমানবন্দর থেকে ফেরত

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ জুলাই ২০২৫, ০৯:২৮
অ- অ+

প্রয়োজনীয় শর্তাবলি পূরণ না করায় ১২৩ বাংলাদেশিকে মালয়েশিয়ায় ঢুকতে দেওয়া হয়নি। তাদের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হচ্ছে।

শুক্রবার (২৪ জুলাই) দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বারনামার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

এদিন বাংলাদেশিসহ বিভিন্ন দেশের মোট ১৯৮ জনকে এদিন ফেরত পাঠায় মালয়েশিয়ান বর্ডার কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশন এজেন্সি। এর মধ্যে ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছেন।

মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থার (একেপিএস) মহাপরিচালক দাতুক সেরি মোহাম্মদ শুহাইলি মোহাম্মদ জেইন জানান, যাদের প্রবেশে বাধা দেওয়া হয়েছে তাদের ‌'নট টু ল্যান্ড' পদ্ধতির অধীনে বহিষ্কার করা হবে। বিমান সংস্থাগুলো তাদের নিজ দেশে ফিরিয়ে নেওয়ার দায়িত্বে থাকবে।

বারনামার প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার টার্মিনাল-১ থেকে মোট ১২৮ জনকে আটক করা হয়, যার মধ্যে ১২৩ জন বাংলাদেশি, দুজন পাকিস্তানি, দুজন ইন্দোনেশিয়ান এবং একজন সিরিয়ান রয়েছেন। টার্মিনাল-২ থেকে আটক ৭০ জনের মধ্যে ৫১ জন ইন্দোনেশিয়ান, ১৩ জন ভারতীয়, চারজন পাকিস্তানি এবং দুজন ভিয়েতনামি নাগরিক রয়েছেন।

(ঢাকাটাইমস/২৫জুলাই/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাবার সামনেই ট্রাকচাপায় প্রাণ গেল প্রান্তর, ফেরা হলো না বাসায়
মাইলস্টোনে বিমান বিধ্বস্তে দগ্ধদের দেখতে বার্ন ইনস্টিটিউটে গেলেন প্রধান উপদেষ্টা
‘যারা বড় চাকরি পেতে চান, তাদের বিএ পাস করার আগে বিয়ে করা উচিত নয়’
নরসিংদীতে চাঁদা না দেওয়ায় প্রতিবন্ধী অটোচালককে মারধরের ঘটনায় অভিযুক্তরা গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা