infostation welcome Banner

নিখোঁজের ৭ দিন পর কৃষকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ জুলাই ২০২৫, ১৭:৫৫
অ- অ+

ময়মনসিংহের ভালুকায় নিখোঁজের ৭ দিন পর আকরাম হোসেন (৪০) নামে এক কৃষকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৫ জুলাই) দুপুরে উপজেলার মামারিশপুর গ্রামের একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আকরাম হোসেন ওই গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে।

থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৯ জুলাই শনিবার রাতে আকরাম হোসেন তার স্ত্রীকে রক্তচাপ মাপার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর আর তিনি ফিরে আসেননি। অনেক খোঁজাখুঁজির পরও কোনো সন্ধান না পেয়ে তার পরিবারের পক্ষ থেকে পরদিন ভালুকা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।

শুক্রবার দুপুরে বাড়ির পাশের একটি জঙ্গল থেকে দুর্গন্ধ বের হলে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে সেখানে খোঁজ নিয়ে একটি অর্ধগলিত মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ভালুকা মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মন্তোষ বিশ্বাস।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির জানান, আকরাম হোসেন নিখোঁজ হওয়ার আগে থেকেই শারীরিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন। ধারণা করা হচ্ছে, সেদিন রাতে তিনি অসুস্থতাজনিত কারণে বাইরে গিয়ে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে গিয়ে সেখানে মৃত্যুবরণ করেন।

তিনি আরও বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

(ঢাকা টাইমস/২৫জুলাই/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অস্বাভাবিক জোয়ারে তলিয়ে গেছে বরিশাল, পানিবন্দি লাখো মানুষ
কলকাতার সিনেমায় শারমান যোশি-সুস্মিতার সঙ্গে তানজিন তিশা
Economic Priorities in Bangladesh's 2025-26 National Budget
গাজায় এবার অপুষ্টিতে মরছে মানুষ, শুক্রবার ৯ জনের মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা