ঢাকা টাইমসের সাংবাদিক হাসান মেহেদী হত্যা মামলায় সাবেক এমপি মনু গ্রেপ্তার

বৈষম্যবিরোধী আন্দোলনে পেশাগত দায়িত্ব পালনকালে গুলিতে নিহত ঢাকা টাইমসের সাংবাদিক হাসান মেহেদী হত্যা মামলায় ঢাকা-৫ আসনের সাবেক এমপি কাজী মনিরুল ইসলাম মনুকে গ্রেপ্তার (শ্যোন অ্যারেস্ট) দেখিয়েছে পুলিশ।
বুধবার মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ মামলার তাকে গ্রেপ্তার দেখায় আদালত।
এর আগে গত ২১ এপ্রিল রাজধানীর গুলশান থেকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা মনিরুল ইসলাম মনুকে গ্রেপ্তার করে।
গত বছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে তিনি পলাতক ছিলেন। ২০২০ সালের ১৭ অক্টোবর ঢাকা-৫ আসনের উপনির্বাচনে নৌকা প্রতীকে জয়ী হয়েছিলেন তিনি। একাদশ সংসদের সদস্য হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে শূন্য ওই আসনে উপনির্বাচন হয়েছিল।
তা ছাড়া ২০১৬ সাল থেকে তিনি যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যে গত বছরের ১৮ জুলাই সন্ধ্যায় যাত্রাবাড়ীর কাজলায় মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের কাছে গুলিতে নিহত হন ঢাকা টাইমসের জ্যৈষ্ঠ প্রতিবেদক মেহেদী হাসান। এ ঘটনায় গত বছরের ১৫ সেপ্টেম্বর মেহেদী হাসানের বাবা মোশাররফ হোসেন মামলার আবেদন করেন।
পরে আদালত যাত্রাবাড়ী থানাকে এটি এজাহার হিসেবে নেওয়ার নির্দেশ দেয়। মামলায় শেখ হাসিনাসহ ৩৬ জনকে আসামি করা হয়।
(ঢাকাটাইমস/১৬জুলাই/এলএম/মোআ)

মন্তব্য করুন