নোয়াখালীতে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নে পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে মো.রকি (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।
শুক্রবার বিকালে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আবুল খায়ের মাস্টার বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রকি পেশায় একটি স্টিল কোম্পানীর সেলসম্যান ছিলেন। দেড় বছর আড়ে বিয়ে করেছিলেন রকি। বউয়ের সাথে মনোমালিন্য চলছিল। রাগ করে বউ তার বাবার বাড়ি চলে যাওয়ায় হতাশায় ভুগছিলেন রকি। শুক্রবার বিকালে কোনো এক সময় ঘরের আঁড়ার সাথে ফাঁস নেন রকি। আড়ায়টার দিকে ভাত খাওয়ার জন্য ডাক দিলে তার মা জোসনা বেগম রকির মরদেহ আঁড়ার সাথে ঝুলে থাকতে দেখেন।
কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বিমল কর্মকার নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। অভিযোগ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
(ঢাকা টাইমস/১৮জুলাই/এসএ)

মন্তব্য করুন