চরফ্যাশনে ১৪ কোটি টাকার অবৈধ জাল ও পলিথিন জব্দ

ভোলা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ জুলাই ২০২৫, ১০:০৯| আপডেট : ১৯ জুলাই ২০২৫, ১২:২১
অ- অ+

ভোলার চরফ্যাশনে যৌথ অভিযানে প্রায় সাড়ে ১৪ কোটি টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল ও নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শনিবার সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত কোস্ট গার্ড বেইস ভোলা ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে চরফ্যাশন বাজার এলাকার ১০টি গুদামে তল্লাশি চালানো হয়।

অভিযানে প্রায় ৫ লাখ মিটার নতুন কারেন্ট জাল, ৫ লাখ মিটার চরঘেরা জাল, ১ লাখ মিটার মশারি জাল, ৩ হাজার পিস চায়না দুয়ারি জাল, ৪টি বেহুন্দি জাল এবং ২০ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ১৪ কোটি ৫২ লাখ টাকা।

জব্দকৃত জাল উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ধ্বংস করা হয় এবং পলিথিন পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ আরও বলেন, “দেশের পরিবেশ ও মৎস্যসম্পদ রক্ষায় কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।”

(ঢাকাটাইমস/১৯ জুলাই/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিমান বিধ্বস্তের সময় স্কুল ছুটি হওয়ায় স্বল্পসংখ্যক শিক্ষার্থী ছিল: মাইলস্টোন কর্তৃপক্ষ
সিরাজগঞ্জে ৩ মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন 
শেখ হাসিনার মামাতো ভাই যুবলীগ নেতা হিরা গ্রেপ্তার
ইউনিয়ন ব্যাংকের নবগঠিত পরিচালনা পর্ষদের ৪৮তম সভা অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা