আসছে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর নতুন পর্ব

জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর সিজন ৫ আবারও ফিরছে নতুন চমক নিয়ে। আগামী ১০ জুলাই ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাচ্ছে এই সিজনের নতুন পর্ব (৯ থেকে ১৬)।
সংশ্লিষ্টরা জানান, নতুন পর্বগুলোতেও থাকবে সেই চেনা ব্যাচেলর ফ্ল্যাট, পুরনো চরিত্রগুলোর টানাপোড়েন, হাস্যরস, আড্ডা আর সম্পর্কের টানাপোড়েন।
এই পর্বে দেখা যাবে, শিমুলকে ঘিরে পাশার ব্যবসা বড় হচ্ছে ঠিকই, কিন্তু সামনে কি ঝুঁকি অপেক্ষা করছে? অন্যদিকে হাবুর ‘গোছানো’ জীবনে বজরা জাকিরের প্রবেশ যেন নতুন এক ঝড়ের ইঙ্গিত দিচ্ছে।
শিমুল-জাকিরের মধ্যে লামিয়াকে কেন্দ্র করে দ্বন্দ্ব এবার প্রকাশ্যে, আর তার মধ্যেই সবাই অপেক্ষায় থাকবে মতলবের পরবর্তী ‘তুফান’-এর! তার আগের সব কর্মকাণ্ডই দর্শকদের হেসে কাঁদিয়েছে—নতুন পর্বগুলোতে সে আবার কী করে বসে, সেটাই এখন প্রশ্ন।
কাজল আরেফিন অমির পরিচালনা ও চিত্রনাট্যে নির্মিত ‘ব্যাচেলর পয়েন্ট’-এর এই সিজনেও অভিনয় করেছেন পরিচিত মুখগুলো—মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম, শিমুল শর্মা সহ আরও অনেকে।
(ঢাকাটাইমস/৯ জুলাই/এলএম)

মন্তব্য করুন