লেবাননে ১০ কোটি ডলারের বিমান রক্ষণাবেক্ষণ ও সরঞ্জাম বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র

লেবাননের সামরিক বাহিনীর জন্য প্রায় ১০ কোটি মার্কিন ডলারের যুদ্ধবিমান রক্ষণাবেক্ষণ ও যন্ত্রাংশ বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। পেন্টাগনের প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলছে, এই প্রস্তাবিত বিক্রয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তার স্বার্থে গুরুত্বপূর্ণ। বিবৃতিতে বলা হয়, “লেবানন হচ্ছে মধ্যপ্রাচ্যে রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ অংশীদার।”
চুক্তির আওতায় লেবাননের সামরিক বাহিনীর সক্ষমতা আরও জোরদার হবে, বিশেষ করে দক্ষিণ লেবাননে শান্তি রক্ষার দায়িত্ব পালনে। প্রসঙ্গত, গত বছরের নভেম্বরে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে হওয়া যুদ্ধবিরতির বাস্তবায়নে লেবাননের সামরিক বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বিক্রয়ের অন্তর্ভুক্ত যন্ত্রপাতি ও সেবা বিশেষভাবে A-29 "সুপার তুকানো" যুদ্ধবিমানের জন্য প্রযোজ্য। এই যুদ্ধবিমানগুলো মূলত কাছাকাছি লক্ষ্যবস্তুতে হামলা, গোয়েন্দা নজরদারি এবং তথ্য সংগ্রহ মিশনের জন্য ব্যবহৃত হয়।
এই চুক্তি বাস্তবায়নের মূল দায়িত্ব পালন করবে যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের স্পার্কস শহরে অবস্থিত Sierra Nevada Corporation (SNC)। চুক্তির আওতায় কোনো মার্কিন সরকারি কর্মকর্তা বা ঠিকাদারকে লেবাননে পাঠানোর প্রয়োজন হবে না।
পেন্টাগনের মতে, এই বিক্রয়ের ফলে যুক্তরাষ্ট্র ও লেবাননের মধ্যে সামরিক সম্পর্ক আরও গভীর হবে এবং এতে মার্কিন প্রতিরক্ষা প্রস্তুতির ওপর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না।
(ঢাকাটাইমস/১২ জুলাই/আরজেড)

মন্তব্য করুন