ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২১

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ জুলাই ২০২৫, ২০:৪৪
অ- অ+

দেশে ২৪ ঘণ্টায় আরও দুজন ডেঙ্গু রোগী মারা গেছেন। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২১ জন।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৬০ জনের মৃত্যু হলো। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়াল ১৫ হাজার ৯০৬।

বুধবার (১৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বুধবার সকাল পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় যে দুজন মারা গেছেন, তাদের একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আরেকজন চিকিৎসাধীন ছিলেন বরিশাল বিভাগীয় এলাকার একটি হাসপাতালে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, উল্লেখিত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হন বরিশাল বিভাগে; ১১০ জন। এছাড়া ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৭৪ জন, ঢাকা বিভাগে ৯ জন, ময়মনসিংহ বিভাগে ১০ জন, চট্টগ্রাম বিভাগে ৩১ জন, খুলনা বিভাগে ২৭ জন, রাজশাহী বিভাগে ৫৭ জন, রংপুর বিভাগে ২ জন এবং সিলেট বিভাগে একজন রোগী ভর্তি ন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১২৪১ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৩৩৭ জন, ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৯০৪ জন।

দেশে গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ লাখ ১ হাজার ২১১ জন হাসপাতালে ভর্তি হন। মৃত্যু হয় ৫৭৫ জনের।

(ঢাকাটাইমস/১৬জুলাই/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাইয়ের প্রথম শহীদ সাংবাদিক ঢাকাটাইমসের হাসান মেহেদীর মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা
উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস হলেন আয়মন রাহাত
মতিঝিলে সেনা কল্যাণ ভবনে আগুন
জুলাই সনদ তৈরির প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ: প্রধান উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা