ভালুকায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ময়মনসিংহের ভালুকা উপজেলার বর্তা পশ্চিমপাড়া গ্রামে পুকুরে ডুবে মো. জাবেদ আহম্মেদ (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার চাচাতো ভাই মো. সাদিক আহম্মেদ (৭) গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকালে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকালে কয়েকজন শিশু গোসলের জন্য গ্রামের এক পুকুরে নামে। তবে সাঁতার না জানায় জাবেদ ও সাদিক পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক জাবেদকে মৃত ঘোষণা করেন। আহত সাদিককে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
(ঢাকা টাইমস/১৭জুলাই/এসএ)

মন্তব্য করুন