ভালুকায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ জুলাই ২০২৫, ২২:৩৫
অ- অ+

ময়মনসিংহের ভালুকা উপজেলার বর্তা পশ্চিমপাড়া গ্রামে পুকুরে ডুবে মো. জাবেদ আহম্মেদ (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার চাচাতো ভাই মো. সাদিক আহম্মেদ (৭) গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকালে এ ঘটনা ঘটে।

মৃত জাবেদ আহম্মেদ বর্তা পশ্চিমপাড়া গ্রামের মো. নবী হোসেনের ছেলে এবং আহত সাদিক আহম্মেদ একই গ্রামের সিদ্দিক হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকালে কয়েকজন শিশু গোসলের জন্য গ্রামের এক পুকুরে নামে। তবে সাঁতার না জানায় জাবেদ ও সাদিক পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক জাবেদকে মৃত ঘোষণা করেন। আহত সাদিককে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

(ঢাকা টাইমস/১৭জুলাই/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টেকনাফে বিজিবির হানা: আইস ও পিস্তলসহ যুবক গ্রেপ্তার
‘সহযোদ্ধা’ ও ‘জাস্টিস ফর কমরেডস’–এর সদস্যরা জড়ালেন ডাকাতিতে!
সোমবার যাত্রাবাড়ীতে পালিত হবে ‘মাদরাসা রেজিস্ট্যান্স ডে ২০২৫’
জুলাই গণঅভ্যুত্থানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান ৫০ শতাংশ: ভিসি আমানুল্লাহ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা