৪০ বছরে এমন সংকট কখনো আসেনি: এ কে আজাদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ জুলাই ২০২৫, ২০:২২
অ- অ+

এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও দেশের শীর্ষস্থানীয় পোশাক রপ্তানিকারক হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ বলেছেন, তার ৪০ বছরের ব্যবসায়িক জীবনে এমন সংকট আর কখনো আসেনি। আজ রোববার (২০ জুলাই) রাজধানীর সোনারগাঁও হোটেলে প্রথম আলো আয়োজিত ইউএস রেসিপ্রোকাল ট্যারিফ: কোন পথে বাংলাদেশ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এ কথা বলেন তিনি।

এ কে আজাদ বলেন, আমরা ব্যবসায়ীরা এই খাতকে সম্মানজনক অবস্থানে নিয়ে এসেছি। কিন্তু এখন হতাশ ও ক্ষুব্ধ।

মূলত যুক্তরাষ্ট্রে রপ্তানিপণ্যের ওপর আরোপিত বাড়তি ৩৫ শতাংশ শুল্ক নিয়ে হতাশা ও শঙ্কা কাজ করছে ব্যবসায়ীদের মধ্যে।

এ কে আজাদ বলেন, আমার এক বড় ব্র্যান্ড হেড অফিসে ডেকে জানায়, তারা নিজ দেশের সরকারের মাধ্যমে বাংলাদেশ সরকারের অবস্থান বোঝার চেষ্টা করেছে। তাদের ভাষ্যতোমাদের (বাংলাদেশ) অবস্থান দুর্বল। তোমরা ভালো রেজাল্ট পাবে বলে মনে হচ্ছে না। যুক্তরাষ্ট্র থেকে হতাশার খবর আসছে বলে জানান তিনি।

যুক্তরাষ্ট্রের আরোপিত বাড়তি শুল্ক নিয়ে সরকারের সঙ্গে ব্যবসায়ীদের আলোচনার বিষয়ে হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বলেন, আমরা সরকারের সঙ্গে কথা বললাম, লবিস্ট নিয়োগ করার জন্য বললাম, প্রধান উপদেষ্টার অফিসে মেসেজ পাঠালাম। আমাদের একপর্যায়ে বলা হলো, ৯৫ শতাংশ সমাধান হয়ে গেছে।

আজকেও আমাকে একটা ব্র্যান্ডের পক্ষ থেকে মেইল পাঠানো হয়েছে। আমাকে বলা হয়েছে, আগামী ১ তারিখ থেকে যে প্রোডাক্ট তৈরি করা হবে, সেখানে নতুন ট্যারিফ থাকলে আমি (সরবরাহকারী) কত শতাংশ শেয়ার করব, সেটি তাকে জানানোর জন্য। বলেন আজাদ।

তিনি বলেন, ওই ক্রেতার কাছে আমার রপ্তানি ৮০ মিলিয়ন ডলার। সেখানে আমি ইনকাম করি ১ দশমিক ৩৭ মিলিয়ন ডলার। ৮০ মিলিয়ন ডলার থেকে যদি ৩৫ শতাংশ শেয়ার করি, তাহলে আমার কী থাকবে?

সরকারের উদ্দেশে এ কে আজাদ বলেন, সাত-আট মাস পরে আপনারা চলে যাবেন, আমরা কোথায় যাব? আমাদের কার কাছে ফেলে যাবেন?

গোলটেবিল বৈঠকে দেশের অর্থনীতিবিদ, গবেষক ও ব্যবসায়ী নেতারা অংশ ছিলেন।

(ঢাকাটাইমস/২০জুলাই/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এনসিপির পদযাত্রা আগামীকাল চাঁদপুর থেকে আবার শুরু হচ্ছে
প্রথম সেশনেই পাঁচ উইকেট নেই পাকিস্তানের
বিমান বিধ্বস্তের ঘটনায় গতকাল পর্যন্ত জাতি অন্ধকারে ছিল: নাছির উদ্দিন পাটোয়ারী
দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের দেওয়া ১৩৪ টার্গেটে ব্যাট করছে পাকিস্তান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা