চাঁপাইনবাবগঞ্জে পৃথক ঘটনায় শিশুসহ নিহত ৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ জুলাই ২০২৫, ১৬:৪৮
অ- অ+

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার উপর উজিরপুর এলাকায় পদ্মানদীতে গোসলে নেমে দুই শিশুর ‍মৃত্যু হয়েছে।

রবিবার দুপুরে উপর উজিরপুর এলাকার পদ্মানদীতে তাদের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া ও উজিরপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের সদস্য ফাহিমা খাতুন।

ওসি জানান, দুপুরে পদ্মানদীতে বেশ কয়েকজন শিশু গোসল করতে যায়। এসময় আনিম আলী নামের এক শিশু পানিতে ডুবে গেলে মীম আক্তার তাকে বাঁচাতে গিয়ে সেও পানি ডুবে মারা যায়। স্থানীয়রা তাদের পানি থেকে উদ্ধার করে পরিবারের কাছে দিয়ে দেয়।

নিহত দুই শিশু শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়নের উপর উজিরপুর গ্রামের ওরম আলী ছেলে আনিম (১১) ও একই এলাকার মুকুল আলীর মেয়ে মীম আক্তার (১১)।

এদিকে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের চৌকা পন্ডিতপাড়া গ্রামের রহিদ সিংহ নামের এক শিক্ষার্থী সকালে বজ্রপাতে মারা যায়।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহার আলী জানান, শিবগঞ্জ উপজেলায় তিনজন শিশু মৃত্যু খবর পাওয়া যায়। খোঁজখবর নিয়ে তাদের আর্থিক সহযোগিতা করা হবে।

(ঢাকা টাইমস/২০জুলাই/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মাদক ও সন্ত্রাস দমনে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-পাকিস্তান
নওগাঁয় নিজ বাড়ি থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার     
মিরপুরের কসমো স্কুলের আগুন নিয়ন্ত্রণে
সদরপুরে ইজিবাইকের ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা