কুমিল্লা বোর্ডে এইচএসসির স্থগিত হওয়া পরীক্ষা ১২ আগস্ট 

কুমিল্লা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ জুলাই ২০২৫, ১৫:৫৩
অ- অ+

কুমিল্লা বোর্ডে গত ১০ জুলাইয়ের স্থগিত হওয়া উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরিক্ষা আগামী ১২ আগস্ট অনুষ্ঠিত হবে৷ রবিবার (২০ জুলাই) দুপুরে এক বিজ্ঞপ্তিতে এমনটি জানিয়েছে কুমিল্লা শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ৷

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাকৃতিক দুর্যোগের কারণে কুমিল্লা শিক্ষাবোর্ডের ১০ জুলাইয়ে স্থগিত হওয়া পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) ১ম পত্র, হিসাববিজ্ঞান ১ম পত্র এবং যুক্তিবিদ্যা ১ম পত্র বিষয়সমূহের পরীক্ষা আগামী ১২ আগস্ট (মঙ্গলবার) সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানানো হয়েছে।

এর আগে গত ৯ জুলাই ফেনীসহ কুমিল্লা জেলার বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতির কারণে ১০ জুলাইয়ের অনুষ্ঠিতব্য পরীক্ষাগুলো স্থগিত করেছিলো শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ।

কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর মো. শামসুল ইসলাম বলেন, বন্যা পরিস্থিতির কারণে পরীক্ষার্থী এবং শিক্ষকদের অসুবিধার কথা চিন্তা করে পরীক্ষা স্থগিত করা হয়েছিলো। সেই স্থগিত আমার পরীক্ষাগুলো যথাসময়ে আগামী ১২ আগস্ট অনুষ্ঠিত হবে। নকল মুক্ত পরিবেশে আমরা পরীক্ষা নিব। সংশ্লিষ্ট সবাইকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানাচ্ছি।

(ঢাকা টাইমস/২০জুলাই/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় আজ মঙ্গলবারের জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা স্থগিত
১৯৬৬ সালের ভাঙারি প্লেন দিয়ে আর কতজন মরলে এ রাষ্ট্র জাগবে?
অগ্নিদগ্ধ শিশুর আর্তনাদে বিবেকহীন জাতির নগ্ন প্রতিচ্ছবি
উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় আজ রাষ্ট্রীয় শোক, সারাদেশে বিশেষ প্রার্থনা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা