চাটখিলে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা  

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ জুলাই ২০২৫, ২১:৩৬
অ- অ+

নোয়াখালীর চাটখিলে রেস্তোরাঁ, বেকারী ও ফার্মেসিতে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়ের অপরাধে ৬ ব্যবসাপ্রতিষ্ঠানকে এক লাখ ১৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২১ জুলাই) দুপুরে চাটখিল পৌর বাজারে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান এই অভিযান পরিচালনা করেন।

অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও মেয়াদ উত্তীর্ণ খাবার রাখার দায়ে পূর্বাণী হোটেল এন্ড রেস্টুরেন্টকে ৪০ হাজার টাকা, মোহাম্মদিয়া হোটেল এন্ড রেস্টুরেন্টেকে ১৫ হাজার টাকা, আলা উদ্দিন সুইটসকে ২ হাজার টাকা, আল আমিন সুইটস এন্ড বেকারীকে ৫০ হাজার টাকা। মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়ের অপরাধে জিসান ফার্মেসিকে ১০ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশের জন্য শাহ আলম পোল্ট্রি ফার্মকে ২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

চাটখিল উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান অভিযানে ছয় ব্যবসা প্রতিষ্ঠানকে এক লাখ ১৯ হাজার টাকা জরিমানার বিষয়টি নিশ্চিত করে বলেন, ফার্মেসি, পোল্ট্রি, বেকারী ও রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন এবং স্থানীয় সরকার আইনের সংশ্লিষ্ট বিধি অনুযায়ী পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, খাদ্য সংরক্ষণ এবং ভোক্তাদের স্বাস্থ্য ঝুঁকি এড়াতে নিয়ম মানতে নির্দেশনা দেওয়া হয়েছে। জনকল্যাণে এই অভিযান অব্যাহত থাকবে।

(ঢাকা টাইমস/২১জুলাই/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের নতুন সভাপতি প্রত্যুষ, সম্পাদক জসীম উদ্দিন
কুষ্টিয়ায় ১৩১ কোটি ৯৩ লাখ টাকার মাদক, অবৈধ মালামাল জব্দ
কমিউনিটি ব্যাংকের সঙ্গে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টের চুক্তি 
জামালপুরে গাঁজাসহ নারী কারবারি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা