দখলে-দূষণে অস্তিত্ব সংকটে চুনারুঘাটের চন্দনা খাল

দখলে-দূষণে অস্তিত্ব সংকটে পড়েছে হবিগঞ্জের চুনারুঘাট পৌর শহর সংলগ্ন চন্দনা খাল। শহরের ময়লা, আবর্জনা ও কচুরিপানায় ভরে গেছে এটি। উপজেলা সদরের পাশে হলেও এ বিষয়ে কোনো পদক্ষেপ নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।
সরেজমিন দেখা যায়, ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের পাশে চন্দনা এলাকায় খালের প্রবেশ মুখে বাসা-বাড়ি ও দোকান মালিকরা অপরিকল্পিতভাবে ড্রেন নির্মাণ করেছেন।
যার ফলে এই খালে পানি প্রবেশে বাধার সৃষ্টি হচ্ছে। আবার খালের দুই পাশ দখল করে বাসা-বাড়ি ও দোকান নির্মাণ করার অভিযোগও পাওয়া গেছে।
অপরদিকে, আশপাশের বাসাবাড়ি ও পৌরসভার ময়লা ফেলার কারণে চন্দনা খাল ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে।
এলাকার লোকজন জানান, এক সময় চন্দনা খাল থেকে তারা প্রচুর দেশী মাছ আহরণ করতেন।
শহরের লোকজন অজু-গোসল করতেন এ খালে। উপজেলার পূর্বদিকের প্রায় ৮-১০ গ্রামের পানি নিষ্কাশন হতো চন্দনা খাল দিয়ে। এখন ময়লা আবর্জনায় খাল ভরাট হয়ে যাওয়ায় সামান্য বৃষ্টি হলেই গ্রামগুলোতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। ফসলি জমি নষ্ট হয়ে যায়।
খাল পরিষ্কার ও দখলমুক্ত করতে তারা প্রশাসনের নিকট দাবি জানিয়েছেন।
চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া বলেন, পৌরসভার পক্ষ থেকে চন্দনা খাল পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। কিছুদিনের মধ্যেই খাল পরিষ্কার ও দখলমুক্ত করা হবে।(ঢাকা টাইমস/২১জুলাই/এসএ)

মন্তব্য করুন