সোমবার যাত্রাবাড়ীতে পালিত হবে ‘মাদরাসা রেজিস্ট্যান্স ডে ২০২৫’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ জুলাই ২০২৫, ২২:০৭| আপডেট : ২০ জুলাই ২০২৫, ২২:২১
অ- অ+

চব্বিশের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানে যাত্রাবাড়ী ছিল প্রতিরোধের অন্যতম শক্ত ঘাঁটি। মাদরাসার ছাত্র ও আলেম সমাজের সাহসী ভূমিকা সেই সময় ইতিহাসে অনন্য হয়ে আছে। এই বীরত্বগাঁথা স্মরণে এবার প্রথমবারের মতো রাষ্ট্রীয়ভাবে পালিত হতে যাচ্ছে ‘মাদরাসা রেজিস্ট্যান্স ডে ২০২৫’।

সোমবার যাত্রাবাড়ীর জামিয়া মাহমুদিয়া মাদ্রাসায় এই বিশেষ অনুষ্ঠানটির আয়োজন করছে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ।

আয়োজক সূত্র জানায়, দুপুর ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত চলবে নানা আয়োজন। থাকছে শহীদ পরিবারের স্মৃতিচারণ, জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারীদের বক্তব্য, এবং ২০১৩, ২০২১ ও ২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের প্রামাণ্য উপস্থাপনা।

সাংস্কৃতিক পরিবেশনায় থাকবে হামদ, নাত, নাশিদ, কবিতা আবৃত্তি, প্রতিবাদী গান এবং তথ্যচিত্র ‘ছত্রিশে জুলাই’ ও ‘সাদা জোব্বা, লাল রক্ত’ প্রদর্শন।

সবশেষে থাকবে প্রতিরোধ ও পুনর্জাগরণের প্রতীকী উপস্থাপনা — ড্রোন শো।

এছাড়া সরকার এই প্রথমবারের মতো মাদরাসা শিক্ষার্থীদের বীরত্বপূর্ণ অবদানকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে যাচ্ছে বলে জানা গেছে।

অনুষ্ঠানে রাষ্ট্রীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সরকারের উপদেষ্টা, সচিব, ও শিল্প-সাহিত্য-শিক্ষা অঙ্গনের বিশিষ্টজনেরা।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, “জুলাইয়ের সেই রক্তাক্ত স্মৃতি শুধুই স্মরণ নয়, এ আয়োজন একটি পুনর্জাগরণের বার্তা নিয়ে এসেছে। যাত্রাবাড়ী ছিল প্রতিরোধের কেন্দ্র — আমরা চাই নতুন প্রজন্ম সেই গৌরবের ইতিহাস জানুক ও ধারণ করুক।”

অনুষ্ঠানে সকল শিক্ষক-শিক্ষার্থী, জুলাই সহযোদ্ধা এবং সাধারণ জনগণকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হেলিকপ্টার থেকে গুলি ও ব্লক রেইডের পরিকল্পনা হতো তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায়: সাবেক আইজিপি
পলাতক যুগ্মসচিব ধনঞ্জয়কে বরখাস্ত করল সরকার, আছে দুর্নীতির মামলা
রাউজানে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে উত্তপ্ত পরিস্থিতি, ভাঙচুর-অগ্নিসংযোগে আহত ২০
এশিয়াটিকের দুর্নীতির তদন্তে দুদককে হাইকোর্টের নির্দেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা