২৫ বছর পর পাকিস্তানে কার্যক্রম বন্ধ করল মাইক্রোসফট

প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট ২৫ বছর পর পাকিস্তানে তাদের কার্যক্রম বন্ধ করে দিচ্ছে। বৈশ্বিক কর্মী ছাঁটাই ও কৌশলগত পুনর্বিন্যাসের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যম দ্য হিন্দু এবং পাকিস্তানের প্রভাবশালী দৈনিক ডন এ খবর নিশ্চিত করেছে।
মাইক্রোসফট পাকিস্তানের সাবেক কান্ট্রি ম্যানেজার জাওয়াদ রেহমান লিঙ্কডইনে দেওয়া এক পোস্টে জানিয়েছেন, প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে পাকিস্তানে তাদের অফিস কার্যক্রম বন্ধ করছে। এই খবর প্রকাশিত হওয়ার পরই দেশটির প্রযুক্তি ও ব্যবসায়িক মহলে ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয় স্টেকহোল্ডাররা মনে করছেন, মাইক্রোসফটের এই সিদ্ধান্ত পাকিস্তানের অর্থনীতির জন্য আরেকটি ধাক্কা। তারা বলছেন, এমন একটি বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠানের কার্যক্রম গুটিয়ে নেওয়া বিদেশি বিনিয়োগকারীদের আস্থা কমিয়ে দেবে।
জাওয়াদ রেহমান আরও জানান, মাইক্রোসফট একসময় পাকিস্তানে তাদের ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা করেছিল। কিন্তু রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার কারণে প্রতিষ্ঠানটি শেষ পর্যন্ত ভিয়েতনামকে তাদের বিকল্প গন্তব্য হিসেবে বেছে নেয় ২০২২ সালের শেষ দিকে।
এ বিষয়ে পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ড. আরিফ আলভি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “এটি আমাদের অর্থনৈতিক ভবিষ্যতের জন্য একটি উদ্বেগজনক লক্ষণ।”
উল্লেখ্য, ২০০০ সালের জুন মাসে মাইক্রোসফট পাকিস্তানে তাদের কার্যক্রম শুরু করে। প্রায় দুই দশকেরও বেশি সময় ধরে প্রতিষ্ঠানটি বিভিন্ন প্রযুক্তিগত সহযোগিতা, প্রশিক্ষণ ও সফটওয়্যার সেবা দিয়ে এসেছে।
পাকিস্তানে মাইক্রোসফটের প্রস্থানকে দেশটির প্রযুক্তি খাতের জন্য একটি বড় ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে।
(ঢাকাটাইমস/৫ জুলাই/আরজেড)

মন্তব্য করুন