সলিমুল্লাহ মেডিকেলের সামনে প্রকাশ্যে খুন: অস্ত্রসহ চারজন গ্রেপ্তার, দুজনের রিমান্ড মঞ্জুর

পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র্যাব। এর মধ্যে একজনের কাছ থেকে একটি বিদেশি পিস্তলও উদ্ধার করা হয়েছে।
ঘটনাটি ঘটে গত বুধবার বিকাল আনুমানিক ৬টায়। এদিন হাসপাতালের তিন নম্বর গেটসংলগ্ন সড়কে একদল দুর্বৃত্ত লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) নামের এক ব্যক্তিকে এলোপাতাড়িভাবে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে।
পরবর্তীতে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় নিহতের বড় বোন বাদী হয়ে কোতোয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এজাহারভুক্ত দুই আসামি—মাহমুদুল হাসান মহিন (৪১) এবং তারেক রহমান রবিন (২২)-কে গ্রেপ্তার করে। এ সময় রবিনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে—ব্যবসায়িক দ্বন্দ্ব এবং পূর্ব শত্রুতার জেরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে। এদিকে, র্যাব-ও এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আরও দুজনকে গ্রেপ্তার করেছে। ফলে মোট চারজন আসামি গ্রেপ্তার হলো।
এদিকে গ্রেপ্তারকৃত মহিন ও রবিনকে শুক্রবার আদালতে তোলা হয়। এদিন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত মাহমুদুল হাসান মহিনকে পাঁচ দিন ও তারেক রহমান রবিনকে দুই দিন রিমান্ড মঞ্জুর করেন।
(ঢাকাটাইমস/১১জুলাই/এলএম/এসএ)

মন্তব্য করুন