জুরাইনে অস্ত্রসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ জুলাই ২০২৫, ১২:১১| আপডেট : ০৯ জুলাই ২০২৫, ১৪:২২
অ- অ+

ঢাকার কদমতলী থানাধীন জুরাইন বৌ-বাজার এলাকার একটি পরিত্যক্ত বাসা থেকে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. শাকিল (৩৬), মো. রুবেল (৩৪) ও মো. মোক্তার ভূঁইয়া (৪০)। তারা তিনজনই জুরাইন বৌ-বাজার এলাকার বাসিন্দা।

বুধবার দুপুরে র‍্যাব-১০ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল রাত ১০টা ৫ মিনিটে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল জানতে পারে, জুরাইন এলাকার একটি পরিত্যক্ত বাসায় কয়েক ব্যক্তি অস্ত্রসহ অবস্থান করছে। এরপর রাত ১০টা ৩৫ মিনিটে সেখানে অভিযান চালিয়ে ১টি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ২ রাউন্ড গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক কারবারি, অস্ত্রধারী সন্ত্রাসী ও চাঁদাবাজ। দীর্ঘদিন ধরে তারা অস্ত্রের ভয় দেখিয়ে এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল। তাদের বিরুদ্ধে আগেও বিভিন্ন অভিযোগ রয়েছে। এর মধ্যে শাকিলের বিরুদ্ধে ৯টি ও রুবেলের বিরুদ্ধে ১টি মাদক মামলা রয়েছে বলে র‌্যাব জানিয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

(ঢাকাটাইমস/৯ জুলাই/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ব্রাহ্মণবাড়িয়ায় চেম্বার ভবন গুঁড়িয়ে দিয়ে অর্পিত সম্পত্তি উদ্ধার
মিটফোর্ডে মাথায় পাথরের আঘাতে যুবককে হত্যা
জাতীয় ঐকমত্য কমিশনের অগ্রগতি নিয়ে আলী রীয়াজের সঙ্গে কানাডার হাইকমিশনারের বৈঠক
শ্রীপুরে পিস্তল ঠেকিয়ে স্কুলছাত্র অপহরণে অভিযুক্ত কাউসার গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা