রাজস্থানের চুরুতে ভারতীয় বিমান বাহিনীর জাগুয়ার যুদ্ধবিমান বিধ্বস্ত

রাজস্থানের চুরু জেলায় ভারতীয় বিমান বাহিনীর একটি জাগুয়ার যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। বুধবার সকালে রতনগড় শহরের ভানুদা গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই উদ্ধার ও অনুসন্ধান অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী।
প্রতিরক্ষা সূত্রে জানা গেছে, বিধ্বস্ত হওয়া বিমানটি এখনো আগুনে জ্বলছে এবং ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। বিমানটিতে ঠিক কতজন পাইলট ছিলেন এবং তাঁদের অবস্থা কেমন, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, দুর্ঘটনায় অন্তত দু’জন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে তাঁদের পরিচয় বা আঘাতের মাত্রা সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।
বিমানটি প্রশিক্ষণ মিশনে ছিল নাকি কোনো অপারেশনে অংশ নিচ্ছিল, সেটিও স্পষ্ট নয়। রাজস্থানে ভারতীয় বিমান বাহিনীর একাধিক ঘাঁটি রয়েছে, যার মধ্যে যোধপুর ও বিকানেরের ঘাঁটিগুলোর নাম উল্লেখযোগ্য।
এই দুর্ঘটনা নিয়ে চলতি বছরের মধ্যেই দ্বিতীয়বার বিধ্বস্ত হলো জাগুয়ার যুদ্ধবিমান। এর আগে গত এপ্রিল মাসে গুজরাটের জামনগর এলাকায় একটি জাগুয়ার বিমান বিধ্বস্ত হয়েছিল। সেই সময় এক পাইলট ইজেক্ট করে প্রাণে বাঁচলেও, অপর পাইলট দুর্ঘটনাস্থলেই মারা যান।
এমন ধারাবাহিক দুর্ঘটনা বিমান বাহিনীর নিরাপত্তা ব্যবস্থা ও জাগুয়ার যুদ্ধবিমানের মেরামত ও ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি।
এদিকে, স্থানীয় প্রশাসন, পুলিশ ও দমকল বাহিনী দুর্ঘটনাস্থলে উপস্থিত থেকে উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বিমান বাহিনী থেকেও একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে ধারণা করা হচ্ছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার কাজ চলমান রয়েছে।
(ঢাকাটাইমস/৯ জুলাই/আরজেড)

মন্তব্য করুন