এবার দুই মাসেরও কম সময়ে এসএসসির ফল প্রকাশ হচ্ছে: শিক্ষা উপদেষ্টা

এ বছর দুই মাসেরও কম সময়ের মধ্যে কোনো ধরনের আনুষ্ঠানিকতা বা বাহুল্য ছাড়াই ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সি আর আবরার।
বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের অফিসকক্ষে এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৫ এর ফল প্রকাশ সংক্রান্ত এক আলোচনায় তিনি এ তথ্য জানান।
উপদেষ্টা বলেন, “এবারের ফলাফল প্রকাশ হবে একেবারে অনারম্বরভাবে। আলাদা করে কোনো ফল হস্তান্তরের আয়োজন থাকছে না। ৯টি সাধারণ শিক্ষাবোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ড নিজ নিজভাবে ফলাফল প্রকাশ করবে।”
উল্লেখ্য, গত ১০ এপ্রিল সারাদেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়, যা শেষ হয় ১৩ মে। ২০২৫ সালের এই পরীক্ষায় ১৯ লাখের বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেছে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার দুপুর ২টায় দেশের ১১টি শিক্ষা বোর্ডের ফল একসঙ্গে ঘোষণা করা হবে।
(ঢাকাটাইমস/৯জুলাই/এলএম)

মন্তব্য করুন