গাজীপুরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৪

গাজীপুরের পূবাইলে ফেসবুকে মোটরসাইকেল বিক্রির বিজ্ঞাপন দেখে সরল বিশ্বাসে দেখা করতে গিয়ে প্রতারণার শিকার হন যুবক নিলয়। গত কিছুদিন আগে R15v4 লাল সাদা রং এর মোটরসাইকেলটি বিক্রি করবে বলে ফেসবুকে দেয়।
উক্ত মামলার প্রধান আসামি সাগর মিরের বাজার এলাকায় এসে নিলযয়ের সাথে দেখা করে মোটরসাইকেল দেখে ৪ লাখ ৫০ হাজার টাকা দাম ঠিক করে।
পরে চক্রটি মোটরসাইকেল চালিয়ে দেখার কথা বলে মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়।
ঘটনার পর ভুক্তভোগী পূবাইল থানায় অভিযোগ করলে পূবাইল থানার এসআই নাজমুল হক তথ্যপ্রযুক্তির সহায়তায় দেশের তিন জেলা—নওগাঁ, ব্রাহ্মণবাড়ীয়া ও সরাইল—থেকে অভিযান চালিয়ে মোটরসাইকেলসহ চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন—রউশন হাবিব ইয়াছিন (নওগাঁ), সাইফুর রহমান রেজা, ইফরান জাহান হিমেল (ব্রাহ্মণবাড়ীয়া) ও সারোয়ার হোসেন মান্না (সরাইল)। চুরি যাওয়া মোটরসাইকেলটি সরাইল থেকে উদ্ধার করা হয়।পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, আসামিরা সংঘবদ্ধ চক্রের সদস্য এবং তারা ফেসবুকে প্রতারণার মাধ্যমে মোটরসাইকেল হাতিয়ে নিতো। আজ তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পূবাইল থানা পুলিশের এই সাফল্য এলাকাবাসীর মধ্যে নিরাপত্তার অনুভূতি বাড়িয়েছে। সকল ধরনের অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে।
(ঢাকা টাইমস/০৯জুলাই/এসএ)

মন্তব্য করুন