চাঁদপুরে খুতবার ‘ভুল ব্যাখ্যা’কে কেন্দ্র করে খতিবকে কুপিয়ে হত্যাচেষ্টা, হামলাকারী আটক

চাঁদপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ জুলাই ২০২৫, ২১:৪২
অ- অ+

চাঁদপুর সদর উপজেলার মোল্লা বাড়ি জামে মসজিদের খতিব মাওলানা আ. ন. ম. নূরুর রহমান মাদানীর ওপর চাপাতি দিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে এক ব্যক্তি। শুক্রবার (১১ জুলাই) জুমার নামাজের পর মসজিদের ভেতরে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, হামলাকারী মো. বিল্লাল হোসেন (৫০) নামের এক তরকারি বিক্রেতা খুতবার একটি বক্তব্যকে ‘নবী (সা.)-কে অবমাননা’ হিসেবে ধরে নিয়ে ক্ষিপ্ত হয়ে এ হামলা চালান।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, নামাজ শেষ হওয়ার পরপরই তিনি চাপাতি হাতে মসজিদের ভেতরে ঢুকে খতিব মাওলানাকে উপর্যুপরি কোপ মারেন।

আহত অবস্থায় তাকে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক জানান, শরীরের বিভিন্ন অংশে গভীর ক্ষত থাকায় ১০-১২টি সেলাই দিতে হয়েছে। পরে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় রেফার করা হয়।

হামলার সময় হামলাকারীর কাছে একটি হাতে লেখা নোট পাওয়া যায়, যাতে লেখা ছিল—‘আমার নবীজিকে অপমান করার কারণে তাকে হত্যা করা হলো।’

তবে স্থানীয় মুসল্লিরা এই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, খতিব মাদানী তার খুতবায় রাসূল (সা.)-কে ‘ইসলামের বার্তাবাহক’ হিসেবে উল্লেখ করেন, যা সম্পূর্ণভাবে কোরআন ও হাদিসভিত্তিক। তারা দাবি করেন, বক্তব্যের ভুল ব্যাখ্যা করে পরিকল্পিতভাবে উগ্র আচরণ করেছে ওই ব্যক্তি।

স্থানীয় একজন প্রবীণ মুসল্লি বলেন, ‘এটা স্পষ্টভাবে উদ্দেশ্যপ্রণোদিত ও উগ্র মতাদর্শে প্রভাবিত হামলা। খতিব সাহেব কখনোই এমন কিছু বলেননি যা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে।’

ঘটনার পরপরই অভিযুক্ত বিল্লাল হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, ‘ঘটনাস্থলেই তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।’

ঘটনাটি কেন্দ্র করে এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ায় পুলিশ টহল জোরদার করা হয়েছে।

(ঢাকা টাইমস/১১জুলাই/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মিটফোর্ডের ঘটনায় ভাষা হারিয়ে ফেলিছি, আমরা লজ্জিত: জামায়াত আমির
গাজায় খাবারের অভাবে মানুষের জীবন হুমকির মুখে, ডব্লিউএফপি’র সতর্কবার্তা
এয়ার ইন্ডিয়ার বিমান বিধ্বস্ত হওয়ার কারণ জানালো তদন্তকারী সংস্থা
ফিরে দেখা ১২ জুলাই: ছুটির দিনের বিকালে শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল সারা দেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা